নওগাঁ নিউজ ডেস্কঃ ০৮ সেপ্টম্বর ২০২২ বসুন্ধরা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, নওগাঁ কর্তৃক আয়োজিত বর্নাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০১ তম ব্যাচের শুভ উদ্বোধন করা হয়। ফিতা ও কেক কেটে উদ্বোধন অনুষ্ঠানের শুভ সূচনা করেন বসুন্ধরা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক তোফাজ্জল হোসেন তপু। তিনি শিক্ষার্থীদের কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি বই পড়ার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেন সেই লক্ষে তিনি কবিতাকুঞ্জ নওগাঁ সংগঠনের প্রথম প্রকাশনা “কবিতাঞ্জলি” শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন। ১০১ তম ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে দুজন ক্যাপ্টেন নির্বাচন করা হয় যথাক্রমে সৌরভ (মর্নিং শিফ্ট) রবিউল ডে শিফ্ট । এই দুজন শিক্ষার্থীরা যেন আগামী দিনে আইটি সেক্টরে নেতৃত্ব বিকাশ ঘটাতে পারে তার জন্য তাসনুভা কম্পিউটার উৎসাহ উপহার প্রদান করে কৃতার্থ করেন। শিক্ষার্থীদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সৌরভ, রঞ্জু, রবিউল ও বর্ষা। মধ্যাহ্ন ভোজের পর শিক্ষার্থীরা বিভিন্ন বিনোদন মুলক প্রোগ্রামে অংশ গ্রহণ করেন।