নওগাঁ নিউজ ডেস্কঃ বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা নওগাঁ আয়োজিত জেলা পর্যায়ে বয়স ও বিষয় ভিত্তিক নৃত্য প্রতিযোগিতা-২০২২ শেষে মঙ্গলবার রাত ১০টায় সনদ বিতরন করা হয়। এ অনুষ্ঠানে অতিথি হিসেবে নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন, একুশে পরিষদের সভাপতি এ্যাড.ডি এম আব্দুল বারী, আবৃত্তি পরিষদের সাধারন সম্পাদক রফিকুদ্দৌলা রাব্বী, রোটারিয়ান চন্দন দেব,জেলা নৃত্য শিল্পী সংস্থার সভাপতি মোর্শেদা বেগম শিল্পী, সহ-সভাপতি সুলতান মাহমুদ, শহিদুল ইসলাম সেলিম ও মনোয়ার হোসেন এবং সাধারন সম্পাদক লিজা সুলতান উপস্থিত ছিলেন। শতাধিক প্রতিযোগি কত্থক, সাধারণ ও লোকনৃত্যে অংশগ্রহণ করে। অনুষ্ঠানটিতে সার্বিক সহযোগিতা করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, নওগাঁ।