নওগাঁ নিউজ ডেস্কঃ ১৭ সেপ্টেম্বর মহান শিক্ষা দিবস উপলক্ষে আজ ১৭ সেপ্টেম্বর, বেলা ১১ টায় স্থানীয় মুক্তির মোড় শহীদ মিনার চত্বরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নওগাঁ জেলার উদ্যোগে ছাত্র সমাবেশ, পথনাটক ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জেলা কমিটির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জীবন সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন বাষট্টির শিক্ষা আন্দোলনের সংগঠন বীর মুক্তিযোদ্ধা আলতাফুল হক চৌধুরী আরব,প্রগতিশীল শিক্ষকফোরাম,নওগাঁ জেলার সংগঠন সাবেক ছাত্রনেতা জয়ন্ত বর্মন। এসময় উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের কেন্দ্রীয় সহ সভাপতি বাসদনেতা জয়নাল আবেদীন মুকুল, জহির রায়হান চলচ্চিত্র সংসদ, নওগাঁর সাধারণ সম্পাদক রহমান রায়হান,বাসদ জেলা কমিটির সদস্য শাহিন চৌধুরী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, নওগাঁ জেলার সাধারণ সম্পাদক শমসের মোল্লা প্রমুখ। ছাত্র সমাবেশ শেষে বিজ্ঞান আন্দোলন মঞ্চ, নওগাঁ শহর শাখার “আয়না” শীর্ষক পথ নাটক পরিবেশিত হয়। এরপর মুক্তির মোড় থেকে পৌরগেট পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ছাত্র সমাবেশে বক্তারা বলেন, ১৯৬২ সালে শরীফ কমিশনের শিক্ষা সংকোচন নীতির প্রতিবাদে যে ছাত্র আন্দোলন গড়ে উঠে,তার আকাঙ্ক্ষা ছিল সর্বজনীন, একইধারার,বিজ্ঞানভিত্তিক শিক্ষা। ৬২ এর পথ বেয়ে আসা স্বাদীন বাংলাদেশে বাবুল-মোস্তফা-ওয়াজীউল্লাহর রক্তে লেখা শিক্ষা সম্পর্কিত চেতনার বাস্তবায়ন হয়নি। বরং কুদরত- ই -খুদা থেকে সর্বশেষ কবির চৌধুরী শিক্ষা কমিশন নতুন মোড়ে শরীফ কমিশনের শিক্ষা বেসরকারিকরণের মধ্যে দিয়ে বাণিজ্যকীকরণ,সংকোচন, সাম্প্রদায়িকতার কথা বলে। সম্প্রতি,”বিনামূল্যে উচ্চ শিক্ষা পাওয়ার মানসিকতা ত্যাগ করতে হবে” শিক্ষামন্ত্রীর এই বক্তব্য শরীফ কমিশনেরই প্রতিধ্বনি বলে অ্যাংখায়িত করেন বক্তারা। বক্তারা আরো বলেন স্বাধীন দেশের শিক্ষার নীতিগত দিক বদলায়নি। কারণ মুক্তিযুদ্ধের চেতনার বিপরীত চলছে বাংলাদেশ। মুক্তিযুদ্ধের কেন্দ্রীভূত চেতনা সমাজতন্ত্রের পরিপুরক ছাত্র আন্দোলনের আদর্শবাদী ধারা শক্তিশালী করার আহ্বান জানান বক্তারা।