নওগাঁ নিউজ ডেস্কঃ গত ১৮ সেপ্টেম্বর ২০২২ রবিবার সকাল ০৯০০ ঘটিকা নওগাঁ পুলিশ লাইন্স মাঠে গ্র্যান্ড মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহাম্মদ রাশিদুল হক প্যারেডে আনুষ্ঠানিক সালাম গ্রহন ও প্যারেড পরিদর্শন করেন। পুলিশ সুপার মহোদয় প্যারেডে উপস্থিত পুলিশ সদস্যদের ইউনিফর্ম সর্বদা সঠিক ভাবে পরিধান করা, শারীরিক ফিটনেস ধরে রাখা এবং সকল প্রকার কাজে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখা সহ আরো বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। জনাব মোঃ রকিবুল হাসান ইবনে রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল উক্ত প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন। প্যারেডে নওগাঁ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।