সাদ্দাম হোসেন,মহাদেবপুর প্রতিনিধিঃ নওগাঁর সদর ও মহাদেবপুর উপজেলায় বুধবার জাতীয় ভোক্তা-অধিকার ও র্যাবের যৌথ অভিযানে ভেজাল গুড় তৈরি ও অন্যান্য অপরাধে ৪ প্রতিষ্ঠানকে পৌনে ২ লক্ষ টাকা জরিমানা আদায় ও ১২ মন ভেজাল গুড় ধ্বংস করেছে ভোক্তা অধিকার সংরক্ষণের নওগাঁর পরিচালক ও র্যাব-৫। জাতীয় ভোক্তা-অধিকার নওগাঁর পরিচালক মো. শামীম হোসেন জানান, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এর অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসকের নির্দেশনায় ও উপজেলা নির্বাহী অফিসাগণের সহযোগিতায় নওগাঁর উপজেলার মেসার্স জিল্লুর গুড় ভাণ্ডারের মালিক মো. জিল্লুর রহমানকে অস্বাস্থ্যকর পরিবেশে সুজি, ময়দা, চিনি এবং চিটা গুড়ের সমন্বয়ে ভেজাল গুড় তৈরির দায়ে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করেন ও ১২ মন ভেজাল গুড় ধংস করেন। এছাড়া সদর উপজেলার গোস্তহাটি ও ঘোষ পাড়া এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে ঢাকনা বিহীন পাত্রে মিষ্টি সংরক্ষণ, মিষ্টিতে পোকা-মাকড়ের উপস্থিতি এবং খোলা লবণ ব্যবহারের অপরাধে নওগাঁ মিষ্টান্ন ভাণ্ডারকে ৫০ হাজার টাকা, সাব্বির হোটেলকে ২০ হাজার টাকা ও নিপেন ঘোষ দই ঘরকে ৫ হাজার টাকাসহ সর্বমোট ১ লক্ষ ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।ভবিষ্যতে জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।