নওগাঁ নিউজ ডেস্কঃ ভূমি আধিকার আন্দোলনের শহীদ নেতা আলফ্রেড সরেনের সমাধি চত্বরের বর্ধিত অংশের নির্মান উন্নয়নের শুভ সূচনা করেন বীর মুক্তিযোদ্ধা আলতাফুল হক চৌধুরী আরব।শুভসূচনা পর্বের সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড ওয়াজেদ পারভেজ,আলফ্রেড সরেনের ছোট বোন আদিবাসী ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি রেবেকা সরেন,আদিবাসী ছাত্র পরিষদের মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি চঞ্চল পাহান, বিশিষ্ট সাংবাদিক ফরিদুল করিম,আজাদুল ইসলাম৷ আজাদ, জহির রায়হান চলচিত্র সংসদ নওগাঁর সাধারণ সম্পাদক রহমান রয়হান। উপস্থিত ছিলন আলফ্রেড সরেনের ছোট ভাই, জাতীয় আদিবাসী পরিষদের নেতা মহেশ্বর সরেন,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা সভাপতি মিজানুর রহমান। সভাপতিত্ব করেন শহীদ আলফ্রেড সরেন সমাধির বর্ধিত অংশের নির্মাণ উন্নয়ন বাস্তবায়ন কমিটির সভাপতি কমরেড জয়নাল আবেদীন মুকুল।