নওগাঁ নিউজ ডেস্কঃ নওগাঁ জেলার সদর উপজেলার ১২টি ইউনিয়ন ও ০১ টি পৌরসভায় প্রান্তিক কৃষক তথা পিয়াঁজ ও মাষকলাই চাষীদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরণ করেন। সোমবার বেলা ১২ টার সময় সদর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ও ব্যবস্থাপণায় ৬০ জন প্রান্তিক কৃষকের মধ্যে প্রতি বিঘা জমির বিপরীতে মাষকালাই চাষের জন্য ৫ কেজি করে বীজ, ১০ কেজি করে ডিএপি ও ৫ কেজি করে এমওপি(পটাশ) সার এবং গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের জন্য ১৫০ জন কৃষকের মধ্যে প্রতি বিঘা জমির বিপরীতে ১ কেজি করে বীজ, ২০ কেজি করে ডিএপি এবং ২০ কেজি করে এমওপি(পটাশ)সার বিতরণ করা হয়। এ ছাড়াও মাসকালাই এবং গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের উপকরণ হিসেবে কৃষকদের পলিথিন বিতরণ করা হয়। তারা বলেন কৃষিপ্রধাণ আমাদের দেশে প্রায় সময়ই অতি বৃষ্টিপাতে, অতিমাত্রায় খড়া বা বন্যায় কৃষি উৎপাদিত ফসল নষ্ট হয়। তাই কৃষকদের সচেতন হয়ে এর মোকাবেলা করা দরকার। একই সাথে বতর্মান সরকার সহযোগীতার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। তারই অংশ হিসেবে কৃষি বিভাগ দূর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুুতিতে পিয়াঁজ ও মাষকালাই চাষে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের আর্থিক ও কারিগরি সহযোগিতা করে থাকে। ডাল জাতীয় শস্য আমাদের জাতীয় পুষ্টিতে মূল্যবান অবদান রাখে। কৃষি অফিসার ফারহানা নাজনীন বলেন ” আমরা কৃষি ও কৃষি পণ্যের অধিক উৎপাদন বৃদ্ধিতে ব্যাপক ও নিরলসভাবে কাজ করে যাচ্ছি। বিভিন্ন শ্রেণীর কৃষক-কৃষাণীদের আমরা হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান সহ উপকরণ সরবরাহ ছাড়াও নানাভাবে সহযোগিতা করা হয়। বর্তমানে সরকার কৃষির উন্নয়নে যুগোপোযোগি সিদ্ধান্ত ও প্রকল্প হাতে নিয়েছেন। এছাড়াও অল্প জায়গায় অধিক উৎপাদনের লক্ষে আমরা প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে যাচ্ছি। বিদেশ থেকে কৃষি যন্ত্রপাতি আনা হয়েছে। আশা করা যায় আমরা আগামীতে ভালো করবো”। সদর উপজেলা মিলনায়তনে নওগাঁ সদর নির্বাহী অফিসার মীর্জা ইমাম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন নওগাঁ সদর উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, নওগাঁ সদর কৃষি অফিসার ফারহানা নাজনীন, উপজেলা মহিলা ভাইস চেয়াচেয়ারম্যান শাহনাজ পারভীন নাইস, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাহবুবুল হক কমল, সাধারণ সম্পাদক নাসিম আহম্মেদ নাসিম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বক্তব্য রাখেন। এর আগে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি হিসেবে ত্রাণ ও পুনর্বাসন বিভাগের উদ্যোগে গরু মোটতাজা করনের লক্ষ্যে ২শ জন কৃষকের মধ্যে ২৫ কেজি করে গো-খাদ্য বিতরণ করা হয়।