নুরুজ্জামান,পোরশা প্রতিনিধি: শুক্রুবার আনুমানিক বেলা ১১ টার দিকে নওগাঁর পোরশা উপজেলার অন্তর্গত শিশা বাজারের খরপা বাজার পাড়ায় থানা পুলিশের এক চৌখশদল অভিযান চালিয়ে এক হাজার পিচ ট্যাপেন্টাডল টেবলেট উদ্ধার করেন। পোরশা থানা অফিসার ইনচার্জ মোঃ জহুরুল হক জানান,১০০০ পিচ ট্যাপেন্টাডলসহ ব্যবসায় ব্যবহৃত ২৯০০০ টাকা উদ্ধার করা হয়।আটককৃত ২ মাদক ব্যবসায়ী হলেন,ঐ গ্রামের ১.রতন বাবু (২৭) পিতা:আব্দুল লতিফ এবং ২.পার্শবর্তি চাপাইনবাবগনঞ্জ জেলার অন্তর্গত গমস্তাপুর উপজেলার গম্বুজগঞ্জ গ্রামের আমিনুলের ছেলে নুর আলম(২৭)।জানা গেছে রতন,নুর আলমের ভগ্নিপতি হন। থানা পুলিশ জানান,গোপোন সংবাদের ভিত্তিতে রতনের নিজ বাড়ির শয়ন কক্ষে মাদক লেনদেনের সময় ২ জনে হাতেনাতে ধরা পড়েন।নুর আলম মাদকগুলো চাপাইনবাবগনঞ্জ থেকে এনে ভগ্নিপতি রতন কে দিতেন।রতন এই মাদকগুলো মাদকসেবীদের কাছে খূচর বিক্রি করতেন।এই ব্যবসা রতন কয়েক বছর থেকে করে আসছে বলে জানা গেছে। থানায় এই সংক্রান্ত একটি মামলা করে ২ জন আসামিকে শুক্রবার বিকেলে নওগাঁ জেল-হাজতে পাঠানো হয় ।আদালত আইন অনুযায়ী শাস্তির ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান পোরশা থানা পুলিশ।