নুরুজ্জামান,পোরশা প্রতিনিধি : সীমান্তে যেন অবৈধ পারাপার থামচেই না।এ যেন এক অপ্রতিরুদ্ধ অপরাধে পরিণত হয়ে উঠেছে। নওগাঁর পোরশা সীমান্ত থেকে ইয়াদুল(২৮) নামের এক বাংলাদেশীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) । আটকৃত ইয়াদুল পোরশা উপজেলার নিতপুর দিয়াড়াপাড়া গ্রামের তৌফিজুলের ছেলে।জানা গেছে, শুক্রবার(৮ অক্টোবর) দিবাগত রাতে ইয়াদুলসহ ৭/৮ জনের একটি দল গোপনে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করে গরু নিয়ে আসছিল। গতকাল শনিবার ভোরে সীমান্তের ২৩০ নং মেইন পিলারের পাশে তাদের দেখতে পেয়ে ধাওয়া করে বিজিবি সদস্যরা। এসময় অন্যরা পালিয়ে গেলেও বিজিবি’র হাতে ধরা পড়েন ইয়াদুল।এব্যাপারে ১৬বিজিবি’র নিতপুর কোম্পানী কমান্ডার নায়েব সুবেদার আলমঙ্গীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তারা বিজিবি’র চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে এবং ইয়াদুলকে গতকাল শনিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান।