নওগাঁ নিউজ ডেস্কঃ নওগাঁ জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে “ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচী”র আওতায় ৫ জন ভিক্ষুককে ৩টি করে ভেড়া এবং এক মাসের প্রাণীর খাদ্য সহ ঐ পরিবারের জন্য ২৫ কেজি চাল, ৩ লিটার সয়াবীন, ২ কেজি আটা, ১ কেজি ডাল, ১ কেজি চিনি ও ১ কেজি লবন এবং নগদ ১ হাজার টাকা বিতরন করা হয়। শনিবার সকাল ১১টার সময় নওগাঁ কেন্দ্রীয় বাস টার্মিনাল – বরুণকান্দি সড়কে সরকারি শিশু পরিবারে ভিক্ষুকদের মাঝে ভেড়া প্রদান এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক জনাব নূর মোহাম্মদ।জানা গেছে বর্তমান ডিডি, নওগাঁ এর বিভিন্ন উদ্যোগে জেলায় প্রতিবন্ধী সহ হতদরিদ্র পরিবারের অনেক উপকৃত হয়েছে এবং পরামর্শের ফলে বদলে গেছে অনেক অসহায় দুস্থঃ পরিবারের নাবলা কষ্ট । এছাড়াও উক্ত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবা কার্যালয় এর সহকারি পরিচালক মোঃ মোহতাছিম বিল্লাহ, জেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন সহ সমাজ সেবা অফিসের অন্যান্য কর্মকর্তা /কর্মচারীবৃন্দ।