নওগাঁ নিউজ ডেস্কঃ “প্রতিদিন একটি ডিম পুষ্টিময় সারাদিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁ প্রাণিসম্পদ বিভাগ কর্তৃক বিশ্ব ডিম দিবস অদ্য ১৪ই অক্টোবর-২২ পালিত হয়েছে। বর্ণিল ও সুন্দর আয়োজনের কারিগর কৃষিবিদ জনাব মো: মহির উদ্দীন স্যার, সুযোগ্য জেলা প্রাণিসম্পদ অফিসার, নওগাঁ। প্রধান অতিথি হিসাবে আসন অলংকৃত করেন উত্তরবঙ্গের কৃতি সন্তান ডা: মো: শহিদুল ইসলাম স্যার, সাবেক পরিচালক, প্রাণিসম্পদ অধিদপ্তর, ঢাকা। আরো উপস্থিত ছিলেন ডা: সুশান্ত দাস স্যার, জেলা ট্রেনিং অফিসার,নওগাঁ। প্রেজেন্টেশন প্রদান করেন ডা:মো: নাজমুল হক,ইউএলও বদলগাছী,নওগাঁ। সাবলীল সঞ্চালনায় মোসা: কামরুন নাহার, ইউএলও, রাণীনগর,নওগাঁ। উপস্থিত ছিলেন জেলা উপজেলা থেকে আগত বিভিন্ন কর্মকর্তা কর্মচারী,বাংলাদেশ ডেইরী ফার্মারস এসোসিয়েশনের সভাপতি একিউএম ওয়াজিদুল ইসলাম,পোল্ট্রি এসোসিয়েশন এর সভাপতি মোঃ একিউএম ওয়ালিউল ইসলাম,বিভিন্ন পর্যায়ের খামারি ও উদ্যোক্তাবৃন্দ।