মোঃ গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে শেখ রাসেল দিবস ও শেখ রাসেলের ৫৯তম জন্ম দিন পালন করা হয়েছে।মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেল ৪টায় ধামইরহাট উপজেলার ৩নং আসলামপুর ইউনিয়ন আওতাধীন বীরগ্ৰাম চৌরাস্তা শেখ রাসেল জাতীয় শিশু ও কিশোর পরিষদ আয়োজিত শেখ রাসেল দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন এবং বীরগ্রাম শেখ রাসেল জাতীয় শিশু ও কিশোর পরিষদের ২৪তম প্রতিষ্ঠাতা বার্ষিকী আয়োজনের মধ্যে দিয়ে পালন করা হয়েছে।১৮ অক্টোবর ১৯৬৪ সালে ধানমন্ডির বিখ্যাত বঙ্গবন্ধুর ঐতিহাসিক বাড়িতে মানবতার প্রতীক শিশু শেখ রাসেল জন্মগ্রহণ করেন।১৫ আগস্ট ১৯৭৫ সালে শেখ রাসেলসহ পরিবারের সবাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। মৃত্যুকালে এগার বছর বয়সী শিশু শেখ রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিলেন। শহীদ শেখ রাসেল আজ বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে ভালোবাসার নাম। অবহেলিত,অধিকার বঞ্চিত শিশু ও কিশোর এবং তরুণদের মুখে হাসি ফুটাতে বীরগ্ৰাম চৌরাস্তা শেখ রাসেল জাতীয় শিশু ও কিশোর পরিষদ সভাপতি মো. মনোয়ার হোসেন ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আজহার আলী, এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য মো. নুরুজ্জামান হোসেন , পৌর মেয়র মো. আমিনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, ৩নং আসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.ওসমান গনি মন্ডল, ৩নং আলামপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন, যুগ্মসাধারণ সম্পাদক মো. আবু রায়হান মিঠুসহ প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন ও দোয়া মাহফিল এবং বিনামূল্য চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়েছে।