মাসুদ রানা,পত্নীতলা প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় ভোক্তা অধিকার সংরক্ষণ -২০০৯ অবহিত করণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আফরোজে এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মুসাহাক আলী স্যানিটারী ইন্সপেক্টর প্রভাস চন্দ্র, বীর মুক্তিযোদ্ধা সাদেক উদ্দিন, সাইদুর রহমান ও সন্তোষ কুমার। হরিরামপুর মোড় বণিক কমিটির সভাপতি মহসীন আলী, বিশিষ্ট ব্যবসায়ী ও নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটির সাধারণ সম্পাদক এ জেড মিজান,নজিপুরপ্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক ফরহাদ হোসেন , মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী শাহরিয়ার হাসান পল্লব, সাধারণ সম্পাদক আবু সাঈদ এবং সুধীজন প্রমূখ । সেমিনারে ইউএনও রুমানা আফরোজ বলেন আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়নের লক্ষ্যে আপনাদের মতামত ও সহযোগিতায় একটা সুন্দর সমাধান বের করতে পারবো।