গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে সরকারি মফিজ উদ্দিন মেমোরিয়াল ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে ২০২১-২২ শিক্ষাবর্ষের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের বিদায়,বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার(২৬ অক্টোবর) ধামইরহাট সরকারি মফিজ উদ্দিন মেমোরিয়াল ডিগ্রি কলেজ চত্বরে কলেজ শাখা ছাত্রলীগের আয়োজনে বিদায়, বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সৌরভ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সাংসদদের মাননীয় এমপি আলহাজ্ব মো. শহিদুজ্জামান সরকার। এসময় এইচএসসির দ্বিতীয় বর্ষের ২শ ৩০ জন শিক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ করে নেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলদার হোসেন, সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম, ধামইরহাট সরকারি মফজ উদ্দিন মেমোরিয়াল ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস, এম আব্দুর রউফ, ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, উপ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ মো. আকতার হোসেন, নওগাঁ জেলা শাখা ছাত্রলীগের সভাপতি মো. সাব্বির রহমান রেজভী, সাধারণ সম্পাদক আমানুজ্জামান সিউল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আবু সুফিয়ানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।