মেজবাউল হক,নওগাঁঃ নওগাঁ জেলা শহর হইতে ৬ কিঃ মিঃ দক্ষিণে দুবলহাটি ইউনিয়ন পরিষদ অবস্থিত। নওগাঁ জেলার ৯৯ টি ইউনিয়নের মধ্যে সবচেয়ে ভালো বোরো ধান সহ অন্যান্য কৃষি পণ্য উৎপাদনে বরাবরই এগিয়ে অত্র ইউনিয়নটি।দুবলহাটি রাজবাড়ী নওগাঁর একটি ঐতিহাসিক স্থান। অত্র এলাকার সাথে পূর্বে জেলা শহরের খুব কাছে হওয়া সত্বেও রাস্তাঘাটের অভাবে অত্র অঞ্চলটি ছিল অবহেলিত। নওগাঁর কৃতি সন্তান সাবেক বাণিজ্য মন্ত্রী প্রয়াত আব্দুল জলিল এই এলাকাটির সাথে জেলা শহরে আসার পথ ঘাট পাকাকরন করেন ৷ তারপর থেকেই মানুষের জীবন মান উন্নয়ন ঘটতে থাকে ৷ দুবলহাটি ইউনিয়নের প্রায় সকল মানুষই খুব পরিশ্রমী। তাদের একজন হলেন মজিত কৃষক ৷ প্রায় ৩ একর জমিতে চাষ করেছেন আমন ধান। ধানের গাছে দু একটি শিষ দেখে সে খুব খুশি ছিলেন ৷ তিনি বলেন, দুবলহাটি ইউনিয়নের সার ডিলার হলেন ওয়াসেফ মোল্লা ৷ আমি দিনের পর দিন আমার কৃষি কার্ড নিয়ে তার বিক্রয় কেন্দ্রে যাই ৷ কিন্তু বেশির ভাগ সময় বন্ধ পাই | কয়েকদিন আগে তার সারের দোকানের ম্যানেজারের সাক্ষাৎ পাই ৷ তিনি জানান সার নাই৷ আমি না থাকার কারণ জানতে চাইলে ওয়াসেফ মোল্লার ছেলে আমাকে ফোন দিয়ে সার নাই চলে যান বিরক্তিকর ভাবে বলেন ৷ কৃষক মজিত আরো বলেন যে এই ইউনিয়নে সার ডিলার প্রায় কৃষকদের সার দেননা ৷ ডিলার খুব দাম্ভিক ব্যক্তি। বিভিন্ন জায়গায় তিনি কৃষকের সার বেশি দামে বিক্রয় করে দেন ৷ আর কৃষকদের বলেন ৫/১০ কেজির উপর দিতে পারব না ৷ তাই তিনি দুবলহাটি ইউনিয়নের সার ডিলার ওয়াসেফ মোল্লার ডিলার সীপ অন্য কোন কৃষিবান্ধব ব্যাবসায়ীর নিকট দেওয়ার জন্য উপজেলা কৃষি অফিসারের নিকট জানাবেন বলে জানান৷