নওগাঁ নিউজ ডেস্কঃ আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় জোনাল কমিটির উদ্যোগে ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় । গত ২৬ অক্টোবর বুধবার সন্ধ্যা ৭ টায় সংগঠনের রাজশাহী বিভাগীয় কার্যালয়ে কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের বিভাগীয় সভাপতি মোঃ ফয়সাল হোসেন সরদার সভাপতিত্বে ও বিভাগীয় ১ যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ময়নুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় বিভাগীয় নেতৃবৃন্দের মধ্যে ২যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ নুরুলব ইসলাম, মাহাবুদুর হাসান বাবু, শাহিনুল ইসলাম, বিদ্যুৎ, মানিক সাহা প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন নওগাঁ নিউজের সম্পাদক মোঃ সাইফুল ওয়াদুদ। এ সময় বক্তারা বলেন। ১৯৯৬ সালের ২৬ অক্টোবর মানবাধিকার কর্মীদের সংগঠন আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। আসক ফাউন্ডেশন ২৬ বছর ব্যাপী মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অসহায় নির্যাতিত অধিকার বঞ্চিতদের পাশে থেকে কাজ করে যাচ্ছে। আগামীতেও সংগঠনের পাশে থাকা আন্তরিক নিরলস কর্মীদের নিয়ে এই সংগঠন আত্ম মানবতার সেবায় নিয়োজিত থাকবে।