নওগাঁ নিউজ ডেস্কঃ ব্যাপক আনন্দ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নওগাঁর সাপাহারে রিক্সা ও চার্জার ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি- বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার মন্ডল মোড়ে অনুষ্ঠিত অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। ৩০৩ জন ভোটেরের মধ্যে থেকে ভোটাধিকার প্রয়োগ করেন ২৪৬ জন ভোটার। ৪ টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৮ জন প্রাথী। অন্যান্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। শান্তিপ্রিয় ও সুষ্ঠ ভাবে অনুষ্ঠিত নির্বাচনে,নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্বে ছিলেন, সাপাহার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান, ৩ নং তিলনা ইউপি সদস্য আব্দুল মতিন, সাপাহার প্রেসক্লাব সহ-সভাপতি সাংবাদিক হাফিজুল হক, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম ও বাংলাদেশ ছাত্রলীগ সাপাহার সরকারি কলেজ শাখার আহবায়ক রাসেল রানা প্রমুখ। ঘোষিত ফলাফল অনুযায়ী বিজয়ী প্রার্থীরা হলেন সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তরিকুল ইসলাম , সহ সভাপতি পদে আলতাফ হোসেন ও সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে ব্যাপক ভোটের ব্যবধানে বেলাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক পদে আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক পদে মহব্বত আলী ও কার্যকরী সদস্য পদে সোহেল রানা নির্বাচিত হয়েছে।