মেজবাউল হক,নওগাঁঃ নওগাঁ সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারহানা নাজনীন বলেন, দেশের শস্যভান্ডার খ্যাত উত্তরবঙ্গের জেলা নওগাঁ ৷দেশের খাদ্য শস্য চাহিদার একটা বিশাল অংশ এ জেলা থেকে রাজধানী সহ বিভিন্ন জায়গায় যোগান দেওয়া হয় ৷ বিশেষ করে ধান ও আমের জন্য নওগাঁ জেলা বিখ্যাত ৷ এ অঞ্চলের মানুষ প্রধানত কৃষি কাজের উপর বিশেষভাবে নির্ভরশীল৷ আর এসব কৃষিজ কাজ দেখভাল করে কৃষি সম্প্রসারন অধিদপ্তর, নওগাঁ ৷ কৃষিবিদ ফারহানা নাজনীন আরো বলেন, ইউক্রেন যুদ্ধের পর প্রায় সব দেশেই আগামী দিনগুলোতে খাদ্য সংকটের আশংকা করা হচ্ছে ৷ বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২০২৩ সালে বিভিন্ন দেশে দুর্ভিক্ষের যে আশংকা প্রকাশ করেছেন এরই ধারাবাহিকতায় সবকিছু মাথায় রেখে আমরা কৃষকদের আমন ধান কাটার সাথে সাথেই একটি দিন ও নষ্ট না করে বিভিন্ন রবিশস্য চাষের পরামর্শ ও দিকনির্দেশনা দিয়ে যাচ্ছি ৷ আমরা কৃষকদের বারী সরিষা ১৪ এবং বারি সরিষা ১৫ রোপনের তাগিদ দিচ্ছি ৷কারন এই জাতের সরিষা কর্তনের পরই কৃষক বোরো চাষ করতে পারবে ৷তাতে তাদের জমিগুলো পতিত থাকবেনা এবং বোরো আবাদেও কোন সমস্যা হবেনা ৷ কৃষিবিদ ফারহানা নাজনীন বলেন, আমার সদর উপজেলায় কোন পতিত জমি যেন না থাকে এবং খাদ্য উৎপাদনে সহায়ক ভূমিকা পালন করে সেই লক্ষেই কাজ করে যাচ্ছি ৷ নওগাঁ সদর উপজেলার ১২টি ইউনিয়নে কৃষকদের পরামর্শ প্রদান এবং পরিদর্শন করে যাচ্ছি ৷ সরেজমিন দেখা যায় ২৮/১০/ ২২ ইং সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নের হারিয়া গাছি গ্রামে উপজেলা কৃষি অফিস, নওগাঁ সদরের উদ্যোগে, আয়োজিত আমন মৌসুমে জলি আমন, লক্ষী দীঘা (স্থানীয় ) জাতের নমুনা শস্য কর্তন অনুষ্ঠান ৷ সেখানে স্থানীয় কৃষক হাসান জামান সিদ্দিকী বলেন ,পূর্বে আমাদের তালতলী বিলে কোন প্রকার ধান চাষ করা সম্ভব হয়নি ৷ কিন্তু আমি বোরো চাষের পরে প্রায় ৭০ বিঘা জমিতে লক্ষী দীঘা, লালদীঘা স্থানীয় জাতের আমন ধান চাষ করার উদ্যোগ গ্রহন করেছিলাম ৷এই ধান বন্যার পানিসহনীয়। ৮-১০ দিন পানিতে ডুবে থাকলেও তেমন ক্ষতি হয়না ৷৩০ শে জুলাই ২২ ইং ধান রোপন করেছিলাম বিঘা প্রতি ফলন বেশ ভালো ৷ সদর উপজেলা কৃষি অফিস এজন্য আমার এই জাত সম্প্রসারনের উদ্যোগ গ্রহন করায় তাদের ধন্যবাদ জানাই৷আবাদ ঘরে তুলতে পেরেছি তাই,সৃষ্টিকর্তার কাছে শুকরিয়াআদায় করছি। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কৃষিবিদ শামসুল ওয়াদুদ ,অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারন অধিদপ্তর রাজশাহী অঞ্চল,রাজশাহী ৷সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ আবু হোসেন ,উপ-পরিচালক কৃষি সম্প্রসারন অধিদপ্তর নওগাঁ ৷ উক্ত অনুষ্ঠানের আয়োজক ছিল নওগাঁ সদর উপজেলা কৃষি অফিস, নওগাঁ ৷