1. admin@dailynaogaonnews.com : admin :
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় নেসকোর প্রিপেইড কার্ড মিটারে ভোগান্তী; চালু না করার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত আন্তর্জাতিক আরবী ভাষা দিবসে আমাদের প্রত্যাশা ধামইরহাটে দুস্থ ও এতিম দের মাঝে দুম্বার মাংস বিতরণ করলেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান সাপাহারে বিএনপি নেতা মাহমুদুস সালেহীনের ব্যক্তিগত উদ্যোগে শীতবস্ত্র বিতরণ আঠারো ডিসেম্বর নওগাঁয় হানাদার মুক্ত দিবস পালিত থ্রি স্টার ক্লাবের আয়োজনে নওগাঁর চকচাঁপাই কলেজ মাঠে ফুটবল খেলা অনুষ্ঠিত ধামইরহাটে উদ্যোক্তা তৈরিতে ব্যাপক সাড়া ফেলেছে সামাজিক সংগঠন “মানবসেবা “ একুশে পরিষদ নওগাঁ’র আয়োজনে বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী পালিত নওগাঁর ধামইরহাটে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ বায়োজিদসহ সকল শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা নওগাঁয় রোভার স্কাউটের তাঁবুবাস ক্যাম্পের উদ্বোধন

নওগাঁয় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে নমুনা শস্য কর্তন ৷

  • প্রকাশিত : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ১৪৭ বার পঠিত

মেজবাউল হক,নওগাঁঃ নওগাঁ সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারহানা নাজনীন বলেন, দেশের শস্যভান্ডার খ্যাত উত্তরবঙ্গের জেলা নওগাঁ ৷দেশের খাদ্য শস্য চাহিদার একটা বিশাল অংশ এ জেলা থেকে রাজধানী সহ বিভিন্ন জায়গায় যোগান দেওয়া হয় ৷ বিশেষ করে ধান ও আমের জন্য নওগাঁ জেলা বিখ্যাত ৷ এ অঞ্চলের মানুষ প্রধানত কৃষি কাজের উপর বিশেষভাবে নির্ভরশীল৷ আর এসব কৃষিজ কাজ দেখভাল করে কৃষি সম্প্রসারন অধিদপ্তর, নওগাঁ ৷ কৃষিবিদ ফারহানা নাজনীন আরো বলেন, ইউক্রেন যুদ্ধের পর প্রায় সব দেশেই আগামী দিনগুলোতে খাদ্য সংকটের আশংকা করা হচ্ছে ৷ বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২০২৩ সালে বিভিন্ন দেশে দুর্ভিক্ষের যে আশংকা প্রকাশ করেছেন এরই ধারাবাহিকতায় সবকিছু মাথায় রেখে আমরা কৃষকদের আমন ধান কাটার সাথে সাথেই একটি দিন ও নষ্ট না করে বিভিন্ন রবিশস্য চাষের পরামর্শ ও দিকনির্দেশনা দিয়ে যাচ্ছি ৷ আমরা কৃষকদের বারী সরিষা ১৪ এবং বারি সরিষা ১৫ রোপনের তাগিদ দিচ্ছি ৷কারন এই জাতের সরিষা কর্তনের পরই কৃষক বোরো চাষ করতে পারবে ৷তাতে তাদের জমিগুলো পতিত থাকবেনা এবং বোরো আবাদেও কোন সমস্যা হবেনা ৷ কৃষিবিদ ফারহানা নাজনীন বলেন, আমার সদর উপজেলায় কোন পতিত জমি যেন না থাকে এবং খাদ্য উৎপাদনে সহায়ক ভূমিকা পালন করে সেই লক্ষেই কাজ করে যাচ্ছি ৷ নওগাঁ সদর উপজেলার ১২টি ইউনিয়নে কৃষকদের পরামর্শ প্রদান এবং পরিদর্শন করে যাচ্ছি ৷ সরেজমিন দেখা যায় ২৮/১০/ ২২ ইং সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নের হারিয়া গাছি গ্রামে উপজেলা কৃষি অফিস, নওগাঁ সদরের উদ্যোগে, আয়োজিত আমন মৌসুমে জলি আমন, লক্ষী দীঘা (স্থানীয় ) জাতের নমুনা শস্য কর্তন অনুষ্ঠান ৷ সেখানে স্থানীয় কৃষক হাসান জামান সিদ্দিকী বলেন ,পূর্বে আমাদের তালতলী বিলে কোন প্রকার ধান চাষ করা সম্ভব হয়নি ৷ কিন্তু আমি বোরো চাষের পরে প্রায় ৭০ বিঘা জমিতে লক্ষী দীঘা, লালদীঘা স্থানীয় জাতের আমন ধান চাষ করার উদ্যোগ গ্রহন করেছিলাম ৷এই ধান বন্যার পানিসহনীয়। ৮-১০ দিন পানিতে ডুবে থাকলেও তেমন ক্ষতি হয়না ৷৩০ শে জুলাই ২২ ইং ধান রোপন করেছিলাম বিঘা প্রতি ফলন বেশ ভালো ৷ সদর উপজেলা কৃষি অফিস এজন্য আমার এই জাত সম্প্রসারনের উদ্যোগ গ্রহন করায় তাদের ধন্যবাদ জানাই৷আবাদ ঘরে তুলতে পেরেছি তাই,সৃষ্টিকর্তার কাছে শুকরিয়াআদায় করছি। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কৃষিবিদ শামসুল ওয়াদুদ ,অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারন অধিদপ্তর রাজশাহী অঞ্চল,রাজশাহী ৷সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ আবু হোসেন ,উপ-পরিচালক কৃষি সম্প্রসারন অধিদপ্তর নওগাঁ ৷ উক্ত অনুষ্ঠানের আয়োজক ছিল নওগাঁ সদর উপজেলা কৃষি অফিস, নওগাঁ ৷

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 Daily Naogaonnews
Theme Customized By Shakil IT Park