গোলজার রহমান, ধামইরহাট প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট বীরগ্রাম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ অক্টোবর ) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে বীরগ্ৰাম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ম্যানেজিং কমিটির ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মোট ২২৯ জন ভোটার এর মধ্যে ১৯৬জন ভোটার তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করলে শান্তিপূর্ণ পরিবেশে বিকেল সাড়ে ৫টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এতে অভিভাবক সদস্য পদে মো.আনোয়ার হোসেন,মোঃ মতিয়ার রহমান,মোঃ মুকুল হোসেন,মোঃ রবিউল ইসলাম ও সংরক্ষিত মহিলা সদস্য মোছা. পারভীন বেগম নির্বাচিত হন। উক্ত নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার কাজল কুমার। মোট ভোটার সংখ্যা ছিল ২২৯জন এবং ৩৩ জনের ভোট বাতিল হয়েছে।