নওগাঁ নিউজ ডেস্কঃ “প্রশিক্ষিত যুব, উন্নয়ন দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা,যুব ঋণের চেক,গাছের চারা ও সনদপত্র প্রদান করা হয়েছে।মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার,এমপি মাননীয় মন্ত্রী, খাদ্য মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।বিশেষ অতিথি হিসেবে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন ও যুব উন্নয়ন অফিসার এস. এম. কামরুজ্জামান।উক্ত অনুষ্ঠানে ১৪জন প্রশিক্ষিত যুবক ও যুব মহিলার মাঝে আট লক্ষ্য ২০ হাজার টাকার চেক, গাছের চারা ও সনদপত্র প্রদান করা হয়েছে।এসময় উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা,সমাজসেবক,মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।