গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে নয়টি স্কুলে ফলজ ও সৌন্দর্য বর্ধনের বিভিন্ন প্রজাতির গাছ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা চত্বরে ড্রিমস ফর টুমোরো সামাজিক সংগঠন এর পক্ষ থেকে ধামইরহাটের নয়টি উচ্চ বিদ্যালয়ে ২২টি করে ফলজ ও সৌন্দর্য বর্ধনের আম, চাপা,তমাল, পলাশ,কৃষ্ণচূড়া,বকুল, ঝাউসহ বিভিন্ন প্রজাতির গাছ বিতরণ করা হয়। এসময় পৌর কাউন্সিলর মেহেদী হাসান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, অফিসার্স ইনচার্জ মো. মোজাম্মেল হক কাজী, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল-ই-রব্বানী,ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ ছাবিহা ইয়াছমিন, শংকরপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আবুল কালাম আজাদসহ প্রমুখ উপস্থিত ছিলেন।