মাসুদ রানা,পত্নীতলা প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় ১১ হাজার পিছ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট শাহীন-গুলশান দম্পতি কে আটককরা হয়েছে। বুধবার( ২ নভেম্বর ) গোপন সংবাদের ভিত্তিতে ১০.৩০ টায় উপজেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পত্নীতলা থানা পুলিশ এর সমন্বয়ে টাস্কফোর্স অভিযান পরিচালনাকালে পত্নীতলা পুরাতন বাজার এলাকায় মেসার্স শাহীন মেডিকেল স্টোর এর প্রোপাইটর মোঃ শাহীনুর ইসলাম শাহীন (৩৭) এর বসতবাড়ি তল্লাশী করে ১১ হাজার পিছ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ১০০ মিঃগ্রাঃ উদ্ধার ও জব্দ করা হয়। এ অপরাধে মোঃ শাহীনুর ইসলাম শাহীন (৩৭) ও তার স্ত্রী মোছাঃ গুলশান আরা (৩০) উভয়কে গ্রেফতার করা হয়। উল্লেখ্য তারা দীর্ঘদিন যাবৎ ফার্মেসী ব্যবসার আড়ালে অবৈধ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট খুচরা-পাইকারী ক্রয় বিক্রয় করে আসছে। এর আগেও তাদের বাড়ী হতে ট্যাপেন্টাডল উদ্ধার করেছিল প্রশাসন। উল্লেখ, দেশে ইয়াবার বিকল্প হিসেবে ব্যবহার হচ্ছে নিষিদ্ধঘোষিত ব্যথানাশক ট্যাবলেট ট্যাপেন্টাডল। মাদকসেবীরা ইয়াবার বিকল্প হিসেবে এ ট্যাবলেট সেবন করছেন। বর্তমানে এটি পত্নীতলায় গরিবের ইয়াবা নামে পরিচিতি লাভ করেছে। পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি সেলিম রেজা বলেন গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক মামলা প্রক্রিয়াধীন। এ বিষয়ে দুপুরে পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) রুমানা আফরোজ তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করে বিস্তারিত ঘটনা বর্ণনা করেন।