নুরুজ্জামান,পোরশা প্রতিনিধি:নওগাঁর পোরশায় ব্যাটারী চালিত চার্জার ভ্যান উল্টে সৌরভ বর্মন লিটন (১৪) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সে উপজেলার সুতরইল হিন্দুপাড়ার শ্রী নিবাস বর্মনের ছেলে ও পোরশা হাই মাদ্রাসা কাম হাই স্কুলের ২য় শ্রেণির ছাত্র। জানাগেছে, বৃহস্পতিবার সৌরভ গোপনে তার বাবার সদ্য ক্রয়কৃত ব্যাটারী চালিত চার্জার ভ্যান চালিয়ে নিতপুরে যাওয়ার পথে সুতরইল-নিতপুর রাস্তার নিতপুর বড় ব্রিজের কাছে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। ফলে ঘটনা স্থলেই সৌরভ মারা যায়। এসময় ভ্যানে থাকা তার দুই চাচাত ভাই সামান্য আহত হয়। খবর পেয়ে পরিবারের লোকজন লাশ এবং আহতদের উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। পোরশা থানা অফিসার ইনচার্জ জহুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং কাহার কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান।