গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট উপজেলার ১নং ধামইরহাট ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের উপ-নির্বাচনে ইউপি সদস্য নির্বাচিত হলেন মো. রাজীব হোসেন। বুধবার (২ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কালুপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ১ হাজার ৭৩৭ জন ভোটারের মধ্যে ১ হাজার ৫১৮ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীদের ভোটাধিকার প্রয়োগ করেন। বিকেল সাড়ে চারটায় ভোটের ফলাফল ঘোষণা করা হয়। ফলাফলে ৭৮৮ ভোট পেয়ে মোঃ রাজিব হোসেন (তালা) বেসরকারী ভাবে ইউপি সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী মোঃ আককাস আলী (ফুটবল) পেয়েছেন ৬৯৮ ভোট ও অপর আর এক প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. হায়দার আলী (টিউবওয়েল) পেয়েছেন ৩২ ভোট। নির্বাচনে প্রিজাইটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকার ফলাফল নিশ্চিত করে জানান, অত্যন্ত সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।