মেজবাউল হক,নওগাঁঃ প্রতি বুধবারের ন্যায় আজও বসেছে নওগাঁ পৌর কবুতরের হাট ৷ হাট ঘুরে দেখা যায় বিভিন্ন সৌখিন জাতের কবুতর ৷জাহিদ নামের এক বিক্রেতা শহরের খাঁস নওগাঁ এলাকার বাসিন্দা৷ অনার্স ৩য় বর্ষের ছাত্র৷ পড়া লেখাব পাশাপাশি বাড়ির উঠানে কিছু ভালো জাতের কবুতর পোসেন বাড়তি কিছু হাত খরচ উঠবে এই আশায় ৷পূর্বের বছর গুলোতে ভাল দামও পেয়েছেন।তিনি ৪ জোড়া ফোসটার জাতের সাদা রংয়ের কবুতর হাটে নিয়ে এসেছেন বিক্রিকরার জন্য ৷দাম চাইছেন প্রতি জোড়া ২২০০ টাকা৷ক্রেতা দাম বলছে জোড়া ৬০০ টাকা৷ পূর্বে যে জোড়া ১৮০০ থেকে ২০০০ টাকায় বিক্রি করেছি ৷তিনি বলেন, আসলে বর্তমানে কিছু অসাধু ব্যাবসায়ীর হাতে জিম্মিহয়ে পড়েছে এই ঐতিহ্যবাহী হাটটি ৷ কিছু ব্যক্তি আগে বিভিন্ন ভাংগারী ও ফুটপাতে হকার হিসেবে আয় করত ৷ মূলত এরাই হাট সংলগ্ন এলাকায় ঘর ভাড়া নিয়ে সপ্তাহে প্রতিদিন কবুতরের কেনা বেচা করায় এবং চুরি করা কবুতর হরহামেশায় কেনায় কবুতর চোরের সংখ্যা ও বৃদ্ধি পাচ্ছে ৷ তাই তিনি পৌর হাট ব্যবস্থাপনা কমিটি ও পৌর মেয়রের দৃষ্টি আকর্ষন করে, কবুতরের স্থায়ী দোকানগুলো অন্যত্র সরানোর আশু ব্যবস্থা গ্রহণের দৃষ্টি আকর্ষন করেছেন ৷