গোলজার হোসেন,ধামইরহাট প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে জারা গ্ৰীন ভয়েস কিশোর বাংলা ক্লাব কিশোরী ফুটবল খেলোয়াড়দের এক বছর ফ্রি প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করেছে। মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেল চারটায় উপজেলার তালঝারী ফুটবল মাঠে সরজমিনে গিয়ে দেখা গেছে “জারা গ্ৰীন ভয়েস কিশোর বাংলা ক্লাব” এর উদ্যোগে উপজেলার ৩০জন কিশোরী ফুটবল খেলোয়াড় প্রশিক্ষণ গ্রহণ করেন। এবিষয়ে সহযোগী উদ্যোক্তা, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হানজালা জানান,জাতীয় টিমের সাবেক ফুটবলার নওগাঁ জেলার কৃতি সন্তান মোঃ এনামুল হকের সহযোগিতায় মোঃ আলমগীর হোসেনের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার জনপ্রিয় ফুটবলার অভিজ্ঞ কোচ মামুদ আলী ও সহকারী কোচ আল-আমিন এর মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।তিনি এও বলেন,জারা গ্ৰীন ভয়েস কিশোর বাংলাক্লাব উপজেলার আগ্রহী কিশোরী ফুটবল খেলোয়াড়দের ফ্রি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ফুটবল খেলোয়াড় গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে।এছাড়া এসব কিশোরী ফুটবলারদের ড্রেস, বুট, বল সহ ফুটবল খেলার সকল প্রকার সরঞ্জামাদি বিকেলের নাস্তা এবং যাতায়াত ভাড়া বহন করেন কিশোরী ফুটবলারদের এক বছর প্রশিক্ষণ দেওয়া হবে। তিন মাস পর দক্ষ খেলোয়ারদেরকে ঢাকা কমলাপুর স্টেশন মাঠে বাছাইয়ের জন্য নিয়ে যাওয়া হবে।বাছাইকৃত খেলোয়ারদেরকে উন্নত প্রশিক্ষণের জন্য বিদেশে পাঠানো হবে। এছাড়া জাতীয় টিমে খেলার সুযোগ করে দেওয়া হবে।