ধামইরহাট প্রতিনিধি,নওগাঁর ধামইরহাটে গলায় ফাঁশ লাগানো অবস্থায় সামসুল আলম স্বপন (৪০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৮ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার খেলনা ইউনিয়নের চকপলি মৌজার একটি ধান ক্ষেতের আকাশমণি গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত স্বপন পাশের পত্নীতলা উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. ওসমান আলীর ছেলে। পারিবারিক ও স্থানিয় সুত্রে জানা গেছে, নিহত সামসুল আলম স্বপন আগের দিন সন্ধায় কয়েল কেনার জন্য নিজ বাড়ি থেকে বের হয়। পরদিন সকালে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসি থানা পুলিশে খবর দেন। সে দীর্ঘদিন মানসিক ভাবে ভারসাম্যহীন অবস্থায় করতেন বলেও এলাকাবাসি নিশ্চিত করেন। সে নিজে থেকে আত্মহত্যা করতে পারেন বলে নিশ্চিত করেছেন কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। মৃত্যকালে সে দুই পুত্র সন্তানের জনক ছিলেন।ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক কাজী জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। শেষ খবর পাওয়ার আগ পর্যন্ত লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছিল।