রবিউল ইসলাম মিনাল,রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ীতে উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ এই শ্লোগানে গোদাগাড়ী উপজেলাপ্রশাসনের আয়োজনে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ উপলক্ষেআলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮নভেম্বর২০২২) সকাল দশটায় র্যালীর মধ্যে দিয়ে দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন গোদাগাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ জানে আলম,ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক বিকেলে সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জানে আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক,সহকারী (ভূমি) কর্মকর্তা সবুজ হাসান,গোদাগাড়ী প্রেসক্লাবের সভাপতি এবিএম কামরুজ্জামান বুকুল, অগ্রণী যুব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ ইসহাক,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুস্তাফিজুর রহমান, সংগঠনটির সদস্য সচিব ও রাব্বী একাডেমীর পরিচালক মোঃ শাহরিয়ার রাব্বী প্রমুখসহ অন্যান্যররা।