গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে কৃষকলীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামীলীগ ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পৌর শাখার সমন্বিত ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ নভেম্বর) সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পৌর শাখা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল মুকিত কল্লোলের সভাপতিত্ব করেন প্রধান অতিথি স্থানীয় সাংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকার কাউন্সিল অধিবেশন উদ্বোধন করেন।এরপর দুপুরে পৌর শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুক্তাদিরুল হক মুক্তার সঞ্চালনায় উপজেলা পরিষদ স্মৃতিসৌধ চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বিকেলে ৪ টায় কৃষকলীগের সভাপতি পদে মমিনুল ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর আলতাফ হোসেন, শ্রমিক লীগের সভাপতি কামরুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক মো. ইদ্রিস আলী, মহিলা আওয়ামী লীগের সভাপতি উম্মে কুলসুম, সাধারণ সম্পাদক বুলবুলি সাহা, বেচ্ছাসেবক লীগের সভাপতি হায়াত মো. তারিকুজ্জামান মনি ও সাধারণ সম্পাদক পদে মো. এহসান হোসেনকে সিলেকশনের মাধ্যমে তাঁদের নাম ঘোষণা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলদার হোসেন, সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম, সহ-সভাপতি মোজাম্মেল হক সরকার, মো. আজাহার আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক সুমনসহ শ্রমিকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।