নওগাঁ নিউজ ডেস্কঃ ১৫/০৯/২০২২ খ্রিঃ দিবাগত রাতে নওগাঁ জেলার রানীনগর থানার সুফিয়া মার্কেটের একটি মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা সংঘটিত হয়। চোরের দল দোকানের তালা কেটে বিভিন্ন কোম্পানির প্রায় ৯৫ টি মোবাইল ফোন যার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকাসহ কিছু নগদ অর্থ চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় রানীনগর থানায় চুরির মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পরপরই নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক মহোদয়ের প্রত্যক্ষ দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ গাজিউর রহমান, পিপিএম এর নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মোহাম্মদ রাকিবুল হাসান ইবনে রহমান, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাজ্জাদ, ডিবির এসআই জিমেলসহ রানীনগর থানা ও ডিবি পুলিশের একটি চৌকস টিমের অব্যাহত অনুসন্ধান ও তদন্তের মাধ্যমে চুরির সাথে জড়িত চোরদের সনাক্ত করতঃ নওগাঁ জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে চুরির সাথে জড়িত ০৫ জন চোরকে গ্রেপ্তারপূর্বক চুরির কাজে ব্যবহৃত পিকআপ ভ্যান, ১টি চোরাই মোটরসাইকেল ও গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি, একটি চোরাই মোটরসাইকেল, একটি লক কাটার এবং চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনানুগ কার্যক্রম গ্রহন করা হয়েছে।