নওগাঁ নিউজ ডেস্কঃ বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১১ নভেম্বর ২০২২ শুক্রবার বিকাল ৪ টায় নওগাঁ’ মুক্তির মোড় কেন্দ্রীয় শহিদ মিনারে উদীচী নওগাঁ জেলা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা,কবি ও গবেষক অধ্যাপক আতাউল হক সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভা, সঙ্গীতানুষ্ঠান ও নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়। “শোষণের বেড়াজালে মানুষের প্রাণ-মুক্তির মিছিলে লড়াইয়ের গান” এই শ্লোগানকে সামনে রেখে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক, সাংস্কৃতিক পৃষ্ঠপোষক,উদীচী, নওগাঁ জেলা সংসদের সম্মানিত উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলতাফুল হক চৌধুরী আরব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাম প্রগতিশীল রাজনৈতিক ব্যক্তিত্ব, সিপিবির সাবেক সভাপতি ও উদীচী নওগাঁ জেলা সংসদের সম্মানিত উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কমরেড ময়নূল হক মুকুল, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য, নওগাঁ’জেলা কমিটির সভাপতি ও উদীচী নওগাঁ জেলা সংসদের সম্মানিত উপদেষ্টা কমরেড মহসীন রেজা,উদীচী নওগাঁ জেলা সংসদের সম্মানিত উপদেষ্টা ও কবি-প্রাবন্ধিক-লেখক প্রকৌশলী গুরুদাস দত্ত বাবলু, সাংস্কৃতিক সংগঠক ও উদীচী নওগাঁ জেলা সংসদের সহ-সভাপতি চন্দন কুমার দেব প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদীচী নওগাঁ জেলা সংসদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মন্টু। আলোচনা শেষে সঙ্গীতানুষ্ঠান ও নৃত্যানুষ্ঠান শুরু হয়। সঙ্গীতানুষ্ঠানের সঞ্চালনা করেন উদীচী নওগাঁ জেলা সংসদের সহ-সভাপতি পুতুল ব্যানার্জি ও উদীচী নওগাঁ জেলা সংসদের সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য জলি মজুমদার এবং নৃত্যানুষ্ঠানটি সঞ্চালনা করেন উদীচীর অন্যতম সদস্য সুলতান মাহমুদ ।