গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধি:নওগাঁর ধামইরহাটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২২-২০২৩ অর্থ বছরে, আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী কৃষকদের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। রোববার (১৩ নভেম্বর) সকাল ৯টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দুই ব্যাচে ৩০ জন করে ৬০ জন প্রান্তিক পর্যায়ে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশিক্ষণ অফিসার একেএম মনজুরে মাওলা, রাজশাহী এডি অফিস মনিটরিং অফিসার মো. আহসান হাবিব, কৃষি সম্প্রসারণ অফিসার মো. আসাদুজ্জামান।