মাসুদ রানা,পত্নীতলা প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে এই মেডিকেল ক্যাম্প বর্ণাঢ্য রেলি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।সোমবার (১৪ নভেম্বর) পত্নীতলা ডায়াবেটিস সমিতির কার্যালয়ে সমিতির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফ্ফারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক( ভারপ্রাপ্ত) ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও নজিপুর পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালিদ সাইফুল্লাহ, নওগাঁ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডায়াবেটিস চিকিৎসক ডা. দেবাশীষ রায়, ডায়াবেটিস সমিতির আবাসিক মেডিকেল অফিসার ডা. রুম্পা দাস। সমিতির আজীবন সদস্য আবুল কালাম আজাদ (অরুন) সহ অন্যান্য সদস্যবৃন্দ ও সুধীজন প্রমুখ ।এসময় চিকিৎসকগণ ডায়াবেটিস রোগ সম্পর্কে মানুষকে সচেতন করেন।নিয়মিত ডায়াবেটিস চেক-আপ এবং নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দেন। এর আগে সকালে একটি র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।