মাসুদ রানা,পত্নীতলা প্রতিনিধিঃ দূর্ঘটনা – দুর্যোগ হ্রাস করি,বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি,এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় নওগাঁর পত্নীতলায় গত মঙ্গলবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ’র উদ্বোধন করা হয়েছে । যা আগামী ১৭ নভেম্বর পর্যন্ত চলবে। এ উপলক্ষে পত্নীতলা ফায়ার স্টেশনের কর্মীরা উপজেলার বিভিন্ন এলাকায় মানুষকে সচেতন করতে অগ্নিনির্বাপণ মহড়া করে আসছে এর ধারাবাহিকতায় বুধবার ( ১৬ নভেম্বর) বেলা ১১ টায় নজিপুর বাসস্ট্যান্ড গোল চত্বর এলাকায় পত্নীতলা ফায়ার সার্ভিস সিভিল ও ডিফেন্সএর ওয়্যারহাউজ ইন্সপেক্টর মোঃ রায়হান ইসলামের নেতৃত্বে অগ্নি নির্বাপণ কর্মশালা ও মহড়া অনুষ্ঠিত হয়। এসময় ফায়ার সার্ভিসের সদস্যরা গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে, কি করতে হবে, শর্ট সার্কিট থেকে আগুন লাগলে, কারো শরীরে বিদ্যুৎ শকট হলে তাকে খালি হাতে ধরা যাবে না, গায়ে আগুন লাগলে মাটিতে গড়াগড়ি দিয়ে নিভানো যায়, দ্রুত অগ্নি নির্বাপণের নানা কৌশল প্রদর্শনীর মাধ্যমে শিখিয়ে দেন। সাপে দংশন করলে কামড়ানোর স্থান হতে ১০ সেমি উপরে গিট দিয় বেধে দ্রুত হাসপাতালে নিতে হবে, সড়ক দুর্ঘটনা সহ নানা বিষয়ে রক্ষা পেতে নানা কৌশল দেখিয়ে দেন।