গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ ইউনিয়ন পরিষদসহ উপজেলার বিভিন্ন কার্যালয় পরিদর্শন করেন। এসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে চারটায় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, ধামইরহাট থানা, ব্র্যাক, পৌরসভাসহ বিভিন্ন কার্যালয় পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যন মো.আজাহার আলী, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী,উপজেলা ব্র্যাক শাখা ব্যবস্থাপক শফিক মাহমুদ প্রমুখ।