গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধি:নওগাঁর ধামইরহাটে গোপন সংবাদের ভিত্তিতে নেশাজাতীয় মাদক দ্রব্য টাপেন্টাডল ট্যাবলেটসহ মো. শিপন হোসেন (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে ধামইরহাট থানার এসআই মো. আব্দুল মমিন সঙ্গীয় ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার অভিযানের সময় উপজেলার মহিলা ডিগ্রী কলেজ গেটের সামনে পাকা রাস্তার উপর থেকে ২০ পিচ টাপেন্টাডলসহ ওই যুবককে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত ওই যুবক উপজেলার উত্তর চকযদু এলাকার মো.আতোয়ার হোসেনের ছেলে মো. শিপন হোসেন । এসময় অমরপুর (শেখাইপুর)এলাকার মো. নুরুল ইসলামের ছেলে মো.জনি (৩৮)পুলিশের উপস্থিতি টের পেয়ে তার হেফাজতে থাকা ১০ পিচ টাপেন্টাডল ট্যাবলেট রাস্তায় ফেলেদিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী বলেন,গ্রেফতারকৃত ওই যুবককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের মাধ্যমে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।