ধামইরহাট প্রতিনিধি:নওগাঁর ধামইরহাটে পুকুরে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে শরিফুল ইসলাম (২৮) নামে এক (জেলে) যুবকের মৃত্যু হয়েছে। অপর ব্যাক্তি মো. খোরশেদ আলী (৪৫) গুরুতর আহত অবস্থায় পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। নিহত ওই যুবক উপজেলার আলমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড মঙ্গোলিয়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। মৃত্যুকালে তার স্ত্রী ৮ মাসের গর্ভবতী ছিলেন। অপর আহত ব্যক্তি একই গ্রামের মৃত কেরামত আলীর ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। বুধবার (১৬ নভেম্বর) ভোর পাঁচটায় উপজেলার আলমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড মঙ্গোলিয়া এলাকায় এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকাবাসী ও স্থানীয় সুত্রে জানা যায়, জাহিরুল ডাক্তারের পুকুর সংস্কারের জন্য প্রতিবেশী সাইফুলের মিটার থেকে অবৈধভাবে সংযোগ নিয়ে ওই পুকুরের পানি সেচ দেওয়া হয়। এরপর সেচ দেওয়া শেষে সংযোগ লাইনটি বন্ধ না করায় এ দুর্ঘটনাটি ঘটেছে বলে তারা জানন। আফজাল হোসেন বলেন, জাহিরুল হোসেনের কাছ থেকে ৯৩ শতাংশ পুকুর লিজ নিয়ে মাছ চাষ করেন। ভোরে জেলেদের নিয়ে মাছ ধরা শেষে ফেরার পথে ওই যুবক বৈদ্যুতিক তারে জড়িয়ে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।