গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধি:নওগাঁর ধামইরহাটে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সূরা সদস্য ও নওগাঁ পশ্চিমের জেলা আমির মো. মঈন উদ্দিন (৬১) হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তিনি দীর্ঘদিন ধরে অ্যাজমা ও ডায়াবেটিসজনিত রোগে আক্রান্ত ছিলেন। গতকাল বৃহস্পতিবার ভোর ছয়টায় অসুস্থ হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এরপর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত মো. মঈন উদ্দিন (৬ নম্বর) ওয়ার্ড উত্তর চক চকযদু এলাকার মৃত আব্দুর রহীমের ছেলে। মৃত্যুকালে স্ত্রীসহ ১ ছেলে ও ১ মেয়ে এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।তাঁর মৃত্যুতে এলাকায় ও পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় ও পরিবারের পক্ষ থেকে জানা যায়,গত বুধবার রাতে প্রতিবেশী আব্দুর রহিমের মেয়ের বিয়ের দাওয়াত খেয়ে রাত ১২ টার সময় বাড়ি ফিরেন তিনি। পরের দিন বৃহস্পতিবার ভোররাতে বুকে ব্যথা ও শ্বাস কষ্ট হলে দ্রুত চিকিৎসার জন্য ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তিনি মৃত্যুবরণ করেন। বাদ আছর ধামইরহাট সরকারি এম এম কলেজ মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। বিভিন্ন সূত্রে জানা গেছে, বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে ১৯৯০ সালে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রথম তাঁকে নির্বাচিত ঘোষণা করা হয়। পরবর্তীতে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার উপজেলা পরিষদ চালু করলে ২০১৪ সালে দ্বিতীয়বার আবারও তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। আগামী জাতীয় নির্বাচনে ধামইরহাট-পত্নীতলা নওগাঁ-২ আসনের এমপি পদপ্রার্থী হিসেবে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দলীয়ভাবে তাঁর নাম ঘোষণা করা হয়।