মাসুদ রানা,পত্নীতলা প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় আত্রাই নদীর ব্রিজের উপরে ট্রাক – মটরসাইকেল সংঘর্ষে জান্নাতুল ফেরদৌস (১০) নামের এক কন্যা শিশুর স্পটেই মৃত্যু এবং তার বাবা সাইন সরকার( ৩৮) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার (১৯ নভেম্বর) সকালে মৃত্যু হয়েছে । এ ঘটনায় সাইনের স্ত্রী শান্তনা আক্তার (৩০) ও ছোট মেয়ে লামিয়া জান্নাত (৪) গুরুতর আহত হয়ে মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে । আবু সাইন সরকার নওগাঁর মহাদেবপুর উপজেলার উত্তর গ্রামের আব্দুল হামিদ সরকারের ছেলে বলে জানা গেছে।স্থানীয়, থানা ও হাসপাতাল সূত্রে জানা যায় গত শুক্রবার ( ১৮ নভেম্বর ) আবু সাইন সরকার একই মটরসাইকেলে স্ত্রী ও দুই কন্যা শিশুকে নিয়ে শশুর বাড়ী পত্নীতলা উপজেলার শিহাড়া ইউনিয়নের আমন্ত গ্রামে যাওয়ার উদ্দেশ্যে বাড়ী থেকে রওয়ানা দেন পথিমধ্যে নজিপুর-সাপাহার আঞ্চলিক সড়কের আত্রাই নদীর শহীদ -সিদ্দিক প্রতাপ সেতুর উপর উঠলে বিপরীত দিক সাপাহার হতে আসা ট্রাকের সাথে আনুমানিক বিকাল ৫ টার দিকে তাদের মটরসাইকেলের সাথে সংঘর্ষ হলে আঘাত লেগে তারা ছিটকে পরে যায়, স্থানীয়রা তাদের ৪ জন কে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু জান্নাতুল ফেরদৌস(১০) কে মৃত ঘোষনা করেন। এবং অপর ৩ জনের মধ্যে সাইন ও শান্তনার (দম্পতি) অবস্থা আশঙ্কা জনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রামেকে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে সাইনের মৃত্যু হয়। এ বিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘটনার দিনই মেয়ে মারা যায় এবং আজ সকালে রাজশাহীতে চিকিৎসাধীণ অবস্থায় তার বাবার মৃত্যু হয়েছে , আরও দুজন আহত আছে তারা ৪ জনই একই পরিবারের এবং একই মটরসাইকেলে যাত্রী ছিল , থানায় কোনো অভিযোগ হয়নি।