গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধিঃ জড়িয়ে থাকুক শৈশবের সেই ফেলে আসা দিন গুলি।
এই প্রতিপাদ্য নিয়ে তৃতীয় বারের মতো নওগাঁর ধামইরহাটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান চকময়রাম মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ও সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯৪ ব্যাচের পূনর্মিলনী অনুষ্ঠিত। নওগাঁর প্রাচিনতম পাহাড় পুর বৌদ্ধবিহারে ধামইরহাটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চকময়রাম মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ও ধামইরহাট সফিয়া পাইলট।উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯৪ ব্যাচের শিক্ষার্থীদের পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ২৫ নভেম্বর শুক্রবার সকালে ৯৪ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে ও উপজেলার সুনামধন্য দুটি শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগিতায় এসএসসি ৯৪ ব্যাচের ৩ য় বর্ষ পুনর্মিলনী উপলক্ষে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী ও সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান সাবু। উপজেলার আমাইতাড়া মোড় হতে শোভাযাত্রাটি উপজেলা প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূর্ব বাজার পেট্রোল পাম্পে সমবেত হয়। । পূনর্মিলনী অনুষ্ঠানের ৯৪ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও দৈনিক আমাদের সময় পত্রিকার সিনিয়র সাব-এডিটর হাসান শাহরিয়ার, প্রাক্তন শিক্ষার্থী সরকারী এম এম কলেজের প্রদর্শক আবু সাইদ, প্রাক্তন শিক্ষার্থী অডিটর কুদরত ইলাহী বাবু, প্রাক্তন শিক্ষার্থী কাউন্সিলর আমজাদ হোসেন, প্রাক্তন শিক্ষার্থী অধ্যক্ষ হারুনুর রশীদ, প্রাক্তন শিক্ষার্থী প্রভাষক মো, জাহাঙ্গীর হোসেন, প্রাক্তন শিক্ষার্থী প্রধান শিক্ষক রাশেকিন, প্রাক্তন শিক্ষার্থী ধামইরহাট মডেল প্রেস ক্লাব এর সভাপতি সাংবাদিক নুরুন্নবী ফারুকী ডাবলু সহ উক্ত ব্যাচের সকল শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন পেশার সঙ্গে জড়িত সকলে ফিরে যান তার ফেলা আসা শৈশবে, আনন্দ আর অফুরান্ত আমেজে কেটে যায় তাদের পুরো একটা দিন।