ইতি মুনি,নওগাঁঃ নওগাঁ জেলা প্রশাসন কর্তৃক পৃষ্ঠপোষকতায় 2019 সালে গড়ে ওঠা সংগঠন ইয়াং ফিল্মর্স নওগাঁ। সংগঠনটি সাম্প্রতিক সময়ের বিভিন্ন সামাজিক সচেতনতামূলক ডকুমেন্টারি এবং শর্ট ফিল্ম তৈরি করে এসেছেন যা বিভিন্ন জনস্থানে সচেতনতা বৃদ্ধির জন্য প্রদর্শন করে আসছে। ইতিমধ্যে ইয়াং ফিল্মার্স নওগাঁ একটি টেলিফিল্ম নির্মাণের পরিকল্পনা করেছে। যা নওগাঁ জেলা ও পার্শ্ববর্তী এলাকায় প্রদর্শনী করা হবে। গত ২৫ নভেম্বর ২০২২ ইং তারিখ নওগাঁ জেলা প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ইয়াং ফিল্মার্স নওগাঁ প্রেজেন্টস ”ফাঁদ” টেলিফিল্ম নির্মানের শুভ মহরত অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাক্তার মইনুল হক দুলদুল (স্যার)।মোঃ শরিফুল ইসলাম খান (স্যার), সাবেক অধ্যক্ষ নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ। মোঃ কায়েস উদ্দিন(স্যার), সভাপতি, নওগাঁ প্রেসক্লাব নওগাঁ।মোঃ রফিকুদৌলা রাব্বি (স্যার), সাধারণ সম্পাদক, আবৃত্তি পরিষদ নওগাঁ। মোঃ মুরাদ হোসেন(স্যার), ম্যানেজিং ডিরেক্টর, রুমিয়া নার্সিং ইনস্টিটিউট নওগাঁ।মাগফুরুল হাসান বিদ্যুৎ(ভাই), পরিচালক, হাতে খড়ি,নওগাঁ।উপস্থিত ছিলেন ফাঁদ টেলিফিল্ম এর ডিরেক্টর নাসিবুল হাসান, গল্পের রচয়িতা প্রশান্ত সান্যাল সহ কলাকৌশলী এবং সংগঠনের সদস্যবৃন্দরা। ”ফাঁদ” টেলিফিল্মটি একটি ভৌতিক থ্রিলার গল্পের উপর নির্মিত হচ্ছে। যেখানে অভিনয় করবেন স্থানীয় প্রবীন উদীয়মান অভিনয় শিল্পীবৃন্দ। অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ জানান এরকম উদ্যোগ নওগাঁ সাংস্কৃতিক দিকে অনেকটা এগিয়ে যাবে। যেখানে অভিনয় করছেন এক ঝাক নওগাঁর অভিনয় শিল্পীরা। আশা করা যায় টেলিফিল্মটি অনেক ভালো হবে।