সাদ্দাম হোসেন,মহাদেবপুর প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুরে সবিজ উদ্দীন মন্ডল নামে এক গ্রাম পুলিশকে অবসরজনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (৩০ নভেম্বর) দুপুরে মহাদেবপুর থানা ক্যাম্পাসে আয়োজিত সংবর্ধনাঅনুষ্ঠানে তাকে অবসরজনিত বিদায়ী সংবর্ধনাপ্রদান করা হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওসি-তদন্ত আবুল কালাম আজাদ এবং চাঁন্দাশ ইউ’পি চেয়ারম্যান মাহমুদান্নবী রিপন। এসময় এস আই শামিনুল ইসলামসহ অত্র মহাদেবপুর থানার সকল স্টাফ এবং গ্রাম পুলিশবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য,সংবর্ধনা অনুষ্ঠানে মহাদেবপুর থানার মানবিক ওসি মোজাফ্ফর হোসেনের ব্যাক্তিগত উদ্যোগে গ্রাম পুলিশ সবিজ উদ্দীন মন্ডলের হাতে বিদায়ী উপহার (নগদ ১০ হাজার টাকা,একটি পাঞ্জাবী এবং একটি জায়নামাজ) তুলে দেওয়া হয়। চাকরি জীবনের শেষ দিনে সহকর্মীদের কাছ থেকে এমন সম্মান পাওয়াতে অভিভূত এই প্রবীণ গ্রাম পুলিশ। আগামীতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও জানান ওসি।