গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে সেনাবাহিনীতে চাকুরির প্রলোভন দেখিয়ে ও ভূয়া নিয়োগপত্র প্রদানের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের মূল হোতা মো. শাহিনুর ইসলাম(৩৩)নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৫সিপিসি-৩ জয়পুরহাট।গ্রেফতারকৃত ঐ যুবক উপজেলার আজমপুর এলাকার মো. মজিবর রহমানের ছেলে। মঙ্গলবার (২৮ নভেম্বর) র্যাবের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মো. মোস্তফা জামান।বিজ্ঞপ্তিতে জানানো হয়, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল কোম্পানী অধিনায়ক মেজর মো. মোস্তফা জামানের আর্টিলারির নেতৃত্বে সোমবার রাতে জয়পুরহাট জেলা সদর পাসপোর্ট অফিস এলাকা থেকে ভূয়া নিয়োগপত্র, সিল, মোবাইলসহ প্রতারক চক্রের মূলহোতা মো. শাহিনুর ইসলাম (৩৩) নামের ওই যুবককে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, গ্রেফতারকৃত ওই যুবক ৪ থেকে ৫ জনের একটি সিন্ডিকেটের মূলহোতা। তাঁরা ২০১৬ সাল থেকে সকলেই দরিদ্র জনগণের সাথে প্রতারণামূলক কর্মকান্ড করে আসছে। উক্ত সিন্ডিকেট অবৈধ নিয়োগের মিথ্যা আশ্বাস দিয়ে কখনো বা ভূয়া নিয়োগপত্র দিয়ে প্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন। বিজ্ঞপ্তিতে আরো জানান, কয়েকদিন আগে বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ চলাকালে গ্রেফতারকৃত ঐ যুবক একজন প্রার্থীর সাথে যোগাযোগ করে চাকুরি দেওয়ার জন্য অবৈধভাবে ১০ লক্ষ টাকা হাতিয়ে নেয়। এবং ভূয়া নিয়োগপত্র দেয়। এই নিয়োগপত্রসহ র্যাবের একটি আভিযানিক দল তাঁকে গ্রেফতার করেন। এ বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে তারা জানান।