গোলজার, ধামইরহাটঃ নওগাঁর ধামইরহাট উপজেলার ১নং ধামইরহাট ইউনিয়নের সিবরামপুর গ্রামের বাসিন্দা মোঃ মতিয়ারের মেয়ে মোসাঃ মাছুমা আক্তার (১৬) এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ এর পাশাপাশি সর্বমোট ১২৬৭ পেয়ে ধামইরহাট উপজেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। সে হরিতকিডাঙ্গা বাজারে অবস্থিত হরিতকিডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের নিয়মিত মেধাবী ছাত্রী ৷ জানা যায়, জিপিএ-৫ পাওয়ায় মোসাঃ মাছুমা আক্তার (১৬) স্বপ্ন ও ভবিষ্যৎ ইচ্ছা জানতে চাইলে সে জানায়, পড়াশোনা করে সে ডাক্তার হতে চায় ।এই অদম্য মেধাবী মোসাঃ মাসুমা খাতুনের পিতা মোঃ মতিয়ার একজন সাধারণ কৃষক। দারিদ্রতার মধ্য দিয়ে মেয়ের এই সপ্ন পূরণ করতে সে যথাযথ চেষ্টা চালিয়ে যাবে বলে যানিয়েছে তার বাবা। মেয়ের এমন সাফল্যে বাবাও গর্বিত। এই অদম্য মেধাবীর পিতা-মাতা ও শিক্ষক দের অনুপ্রেরণাতেই এতদূর উঠে আসতে পেরেছে বলে জানিয়েছে। মোসাঃ মাছুমা আক্তার জানিয়েছে, কতটা কষ্টের সাথে সংগ্রাম করে তাকে পড়াশোনা করতে হয়েছে। নানা প্রতিবন্ধকতার মধ্যে লেখাপড়া চালিয়ে গিয়েছে;থেমে থাকেনি। এই ফলাফলে খুবই খুশি পরিবারের সদস্যরা এবং এলাকাবাসী । মোসাঃ মাছুমা আক্তার জানায়, হলিক্রস(ঢাকা) অথবা রাজশাহী কলেজে ভর্তির প্রস্তুতি নিচ্ছে এখন । সে হলিক্রস অথবা রাজশাহী কলেজ এর পাশাপাশি মেডিকেল কলেজে ভর্তি হতে ইচ্ছুক বলে জানিয়েছে। হরিতকিডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব, মোঃ সিরাজুল ইসলাম(৫১) প্রতিবেদককে জানান, সে অতন্ত একজন মেধাবী ছাত্রী।সে আমাদের বিদ্যালয়ের ২০১৭ সালে ৬ষ্ঠ শ্রেনিতে ভর্তি হয়ে দূর্দান্ত পড়াশোনার মধ্যে দিয়ে জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে, যার ফলে বিদ্যালয় ও পরিবারের সুনাম বয়ে আনে। এভাবেই সে তার সফলতার যাত্রা শুরু করেই আজ এই পর্যন্ত। অন্যদিকে প্রধান শিক্ষক আরও জানান, বিভিন্ন প্রতিযোগিতা মূলক (বক্তৃতা, বিতর্ক, রচনা লিখা, বিজ্ঞান মেলা, কুইজ ইত্যাদি) বিষয়েও তার ফলাফলের মধ্যে দিয়ে উপজেলা পর্যায়ে ১ম স্থান অর্জন করে এবং জেলা পর্যায়ে সে অংশ গ্রহণ করে।আমরা সকলেই তার জীবনের সার্বিক উন্নতি কামনা করি, সে যেন তার নিজের সপ্ন পূরণ করে পিতা-মাতার মুখ উজ্জ্বল করতে পারে।