মাসুদ রানা,পত্নীতলা প্রতিনিধিঃ জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এর আওতাধীন প্রতিবন্ধী সেবা ও কেন্দ্র নওগাঁ এর সহোযোগিতায় নওগাঁর পত্নীতলায় আমবাটি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। সোমবার( ৫ ডিসেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে হুইল চেয়ার বিতরণ করেন প্রধান অতিথি ও বিদ্যালয়ের সভাপতি, পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) মোছাঃ রুমানা আফরোজ। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আঁখি আকতার সহ অন্যান্য শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ প্রমূখ। এসময় বিদ্যালয়ের ৬ জন প্রতিবন্ধী শিক্ষার্থী ও হতদরিদ্র এক ব্যাক্তিকে বিনা মূল্যে হুইল চেয়ার প্রদান করা হয়।