নওগাঁ নিউজ ডেস্কঃ ফ্রান্স এর গ্রোনোবল সিটি কর্পোরেশনের মেয়র এরিক পোলে’র আমন্ত্রণে অংশগ্রহণমূলক গণতন্ত্র সম্মেলনে যোগদান করতে উদ্দেশ্যে মানবাধিকার আইনজীবী ও নওগাঁ নিউজের উপদেষ্টা অ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকত আজ ফ্রান্সের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। আজ ভোর রাতে এমিরেটস এয়ারলাইনের একটি বিমানে তিনি হজরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দর হতে ফ্রান্সের গ্রোনোবলের উদ্দেশ্যে রওনা দেন। স্পেন ভিত্তিক গণতান্ত্রিক সংগঠন ইন্টারন্যাশনাল অবজারভেটরি অন পার্টিসিপেটরি ডেমোক্রেসি (আইওপিডি) উক্ত সম্মেলনের আয়োজন করেছে। সমগ্র বিশ্বের শতাধিক দেশের সহশ্রাধিক মানবাধিকার কর্মী, সরকারী ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রতিনিধি উক্ত সম্মেলনে যোগদান করবেন। ১০ ডিসেম্বর পর্যন্ত আনুষ্টিত সম্মেলনে যোগদান শেষে অ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকত আগামী ১২ ডিসেম্বর দেশে ফিরবেন।