মাসুদ রানা,পত্নীতলা প্রতিনিধিঃ নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (৭ ডিসেম্বর) বেলা ১১টায় নজিপুর- মহাদেবপুর সড়কের কাল্লাকাটি মোড় এলাকায় ইনস্টিটিউটএর নামে অধিগ্রহণকৃত জমিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আফরোজ এর সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কালাম আজাদের সঞ্চালনয় প্রধান অতিথির বক্তব্য রাখেন আাইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নওগাঁ ২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নওগাঁ ৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দীন তরফদার, বস্ত্র অধিদপ্তরের যুগ্ম সচিব ও টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট নির্মান প্রকল্প পরিচালক মাহাবুবুল ইসলাম, রাজশাহী গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌলী মোহাম্মদ ফজলুল হক, নওগাঁ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আল মামুন হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফফার। আরও উপস্থিত ছিলেন প্রকৌশলী নিরঞ্জন কুমার দেবনাথ নজিপুর পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী (বাবু), সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির,থানার ওসি সেলিম রেজা, সাবেক মেয়র আমিনুল হক,ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সাংবাদিক সুধিজন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী প্রমূখ। সংশ্লিষ্ট সূত্রে জানা যায় প্রকল্পের মোট ব্যায় মূল ১৯৭০.৪৪ লক্ষ এবং চুক্তি মূল্য ১৫৪২.৪০ লক্ষ টাকা। নওগাঁ গণপূর্ত বিভাগের বাস্তবায়নে বরিশালের ঠিকাদারী প্রতিষ্ঠান এম/ এস খান বিল্ডার্স ১৮ মাসে এটি নির্মান করবেন।