গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধঃ নওগাঁর ধামইরহাটে সফিয়া কে.জি স্কুলের ৫ম শ্রেণির বিদায় ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আমাইতাড়া বাজারে অবস্থিত ধামইরহাট সফিয়া কে.জি স্কুল প্রাঙ্গনে এ অনুষ্ঠান হয়। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর ২০২২ ) বেলা ১১ টায় উক্ত স্কুলে ৫ শ্রেণির শিক্ষার্থীদের ও তাদের অভিভাবকদের নিয়ে বিদায় অনুষ্ঠান হয়। প্রায় ৬০০ জন অতিথি ও অভিভাবক সহ দোয়া মাহফিলে সকলের জন্য দোয়া করা হয়। উক্ত অনুষ্ঠানে অতিথিদের বরণ, বিদায়ী শিক্ষার্থীদেরকে উপহার সামগ্রী ও এডমিট কার্ড বিতরণ করেন স্কুলের প্রধান শিক্ষক জনাব, মেহেদি হাসান ।সমাজসেবক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো.ছানাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সফিয়া পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুর রহমান (সাবু)। এরপরে বিকাল ৪.০০ঘটিকায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠান শেষ হয়।