মাসুদ রানা,পত্নীতলা প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় নবাগত অফিসার ইনচার্জ ( ওসি ) পলাশ চন্দ্র দেব সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন । এ সময় নবাগত ওসি বলেন অল্প সময়ে আমার কাছে পত্নীতলার মানুষকে ভাল লেগেছে, আপনাদের সাথে নিয়ে কাজ করতে চাই, এ জন্য সকলের সহযোগিতা কামনা করছি । জনগণের শাসক নয় সেবক হিসাবে কাজ করতে চাই, মানুষের সেবা করার জন্য এসেছি ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে আইনের সুষ্ঠু প্রয়োগের জন্য আমরা শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ। আইন শৃঙ্খলার পাশাপাশি সমাজের সচেতনতামূলক যেকোন কাজ মাদক বিরোধী, বাল্য বিবাহ এগুলো আমরা সমাজের সকল শ্রেণীর মানুষকে সাথে নিয়ে প্রতিরোধ করবো। পরিচিত কুশল বিনিময় শেষে নানা বিষয়ে ঘন্টাব্যাপী আলাপচারিতা চলে।এরআগে তিনি জয়পুরহাটের পাঁচবিবি থানায় ওসি হিসাবে কর্মরত ছিলেন। গত শনিবার ( ১০ ডিসেম্বর ) পত্নীতলা থানায় যোগদান করেছেন। রবিবার( ১১ ডিসেম্বর ) সন্ধ্যায় ৭ টায় নয়া অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেবের সভাপতিত্বে উপজেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফতাব উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) অর্পন কুমার দাস, নজিপুর প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক ফরহাদ হোসেন, সহ সভাপতি টিপু সুলতান, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সদস্য শাহারিয়া শান্ত সহ উপজেলায় কর্মরত অন্যান্য সাংবাদিক বৃন্দ ।