গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে নর্থ বেঙ্গল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আয়োজনে বীরমুক্তিযোদ্ধা তালেবুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ ডিসেম্বর) বিকেল ৪টায় জগদ্দল আদিবাসী স্কুল এন্ড কলেজ মাঠে নর্থ বেঙ্গল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আশিকুর রহমান (তুহিন) এর সভাপতিত্বে বীরমুক্তিযোদ্ধা তালেবুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে ১৬ টি দলের অংশগ্রহণে ধামইরহাট জে, আর, টি ফুটবল একাদশ বনাম ধামইরহাট নিকেশ্বর ফুটবল একাদশ ১/১ গোলে ড্র হয়। এরপর ট্রাইবেকারে ৫/৪ গোলে নিকেশ্বর ফুটবল একাদশ জয়ী হয়।খেলায় চমৎকার ধারা বিবরণীতে দর্শকের মনে জায়গা করে নেন ধারাভাষ্যকার আসাদুজ্জামান (আসাদ)। শেষে চাম্পিয়ন দলের অধিনায়কের হাতে প্রথম পুরস্কার হিসেবে একটি ষাঁড় গরু ও রানার্সআপ দলের অধিনায়কের হাতে একটি ছাগল এবং সেমিফাইনালে পরাজিত দলীয় অধিনায়কের হাতে একটি ছোট ছাগল তুলে দেওয়া হয়।এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা শাখা আওয়ামী লীগের সভাপতি মো. দেলদার হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগদ্দল আদিবাসী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. ইলিয়াস আলী, ১নং ধামইরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ, টি, এম বদিউল আলম, খেলনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াকুব আলী সরকার, প্রভাষক মো.আব্দুর রহমান, ৪নং উমার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মো.আইয়ুব হোসেন, ধামইরহাট উপজেলা ক্রীড়া সম্পাদক প্রভাষক মো. শিবলী সরকার, ধামইরহাট মডেল প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক মো. রুহেল আহম্মেদ, মডেল প্রেস ক্লাবের কোষাধক্ষ্য ও জগদ্দল আদিবাসী স্কুল এন্ড কলেজের ইন্স:মোঃ ছাইদুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আতোয়ার রহমান প্রমুখ। ইঞ্জিনিয়ার মো. আশিকুর রহমান (তুহিন) বলেন, আমার বাবা বীর মুক্তিযোদ্ধা মৃত তালেবুর রহমানের স্মৃতি স্মরণে এই ফুটবল খেলার আয়োজন করা হয়। তিনি এও বলেন এলাকার যুবকদের নিয়ে প্রতিবছর ফুটবল খেলার মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা তালেবুর রহমান স্মৃতি ক্লাব প্রতিষ্ঠা করা হবে।